কলকাতা: চলতি মাসেই ভারতে চালু হচ্ছে ই-ভিসা। প্রাথমিকভাবে ভারতে পর্যটনের জন্য আসা ৩০টি দেশের নাগরিকদের এ ভিসার সুযোগ-সুবিধা দেওয়া হবে বলে জানা গেছে।
জানা যায়, বর্তমানে ‘আয়রাইভাল ভিসা’ পাওয়া আমেরিকা, জাপান, দক্ষিণ কোরিয়া, নিউজিল্যান্ড, ফিনল্যান্ড এবং সিঙ্গাপুর থেকে আসা পর্যটকরাও এ ইলেক্ট্রনিক ভিসার সুবিধা পাবেন।
ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী তিন থেকে চার কার্য দিবসের মধ্যেই চলে আসবে ভিসা। এর ফলে অতি দ্রুত সেবার সুবিধা পাবেন পর্যটকদের। আর ভারতে আসার পর ৩০ দিনের জন্য বৈধ থাকবে এ ভিসা।
তবে এই পরিষেবা পাবেন না পাকিস্তান, ইরাক, ইরান, সোমালিয়া, সুদান, শ্রীলঙ্কা, নাইজেরিয়া এবং আফগানিস্তানের নাগরিকরা।
বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৪