কলকাতা: প্রবাদপ্রতিম লোকসঙ্গীত শিল্পী আব্বাসউদ্দিনের ১১৩তম জন্মদিন উপলক্ষ্যে দুইদিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ হাইকমিশন এবং আব্বাসউদ্দিন স্মরণ সমিতি।
দুই দিন ধরে এই অনুষ্ঠানে গানে ও কথায় আব্বাসউদ্দিনকে স্মরণ করা হয়।
উৎসবের দ্বিতীয় দিনে সোমবার উপ হাইকমিশন প্রাঙ্গণে সঙ্গীত পরিবেশন করেন আব্বাস উদ্দিনের পৌত্রী অধ্যাপিকা ড. নাসিদ কামাল, বাংলাদেশের কুড়িগ্রামের লোক সঙ্গীত শিল্পী ভূপতি ভূষণ বর্মা এবং কোচবিহার এর বিধায়ক ও পশ্চিমবঙ্গ আব্বাস উদ্দিন স্মরণ সমিতির সম্পাদক সুখবিলাস বর্মা ও তার সম্প্রদায়।
বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৪