ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

তৃণমূল কগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ দলীয় এমপির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৪
তৃণমূল কগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ দলীয় এমপির শিশির অধিকারী

কলকাতা: পশ্চিমবঙ্গে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা ও ভারতের লোকসভার সদস্য শিশির অধিকারী।

মেদিনীপুর জেলার এই সংসদ সদস্য দলের বিরুদ্ধে এবার প্রকাশ্যে মুখ খুললেন।

তিনি বলেন, দুর্নীতি থেকে শুরু করে সরকারি ক্ষমতার অপব্যবহারে জড়িত দলের সংসদ সদস্য ও বিধায়করা।

তৃণমূল কংগ্রেস দলের কোনো প্রথম সারির নেতার দলের বিরুদ্ধে এ ধরনের মন্তব্য এই প্রথম।

যে নন্দীগ্রাম আন্দোলন তৃণমূল কংগ্রেসকে পশ্চিমবাংলায় ক্ষমতা লাভের পথে অনেকটা এগিয়ে দিয়েছিলো, সেই আন্দোলনের পুরোভাগে নেতৃত্ব দিয়েছিলেন শিশির অধিকারী ও তার ছেলে সংসদ সদস্য শুভেন্দু অধিকারী।

ইতোমধ্যেই সারদা তদন্তে শুভেন্দু অধিকারীকে জেরা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

জেলায় জেলায় গোষ্ঠীদ্বন্দ্ব ও আভ্যন্তরীণ অশান্তি এখন তৃণমূল নেতৃত্বের মাথাব্যথার কারণ।

এ অবস্থায় শিশির অধিকারীর মতো একজন শীর্ষ নেতার মুখে প্রকাশ্যে দলের সমালোচনা আরও অস্বস্তিতে ফেলে দিলো শাসক দল তৃণমূল কংগ্রেসকে।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা,  অক্টোবর ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।