কলকাতা: ঢালিউডের হার্টথ্রব সাকিব খানের ‘মেন্টাল’ চলচ্চিত্রে কণ্ঠ দিলেন কলকাতার গায়ক ও সুরকার সমিধ মুখার্জি। শুধু টলিউড নয় বলিউডেও বেশ জনপ্রিয় এই সংগীত শিল্পী।
তার ‘খোকাবাবু যায়, লাল জুতো পায়ে, গানটি দুই বাংলাতেই বেশ জনপ্রিয়। তবে এই প্রথম বাংলাদেশের কোনো চলচ্চিত্রে কণ্ঠ দিয়েছেন সমিধ।
সম্প্রতি এসব বিষয় নিয়ে সমিধের সঙ্গে বাংলানিউজের কথা হয়। বাংলাদেশের চলচ্চিত্রে কাজ করা প্রসঙ্গে তিনি বলেন, শুধু বাংলা ভাষার জন্য বাংলা সিনেমা এই বাংলায় এখনো জীবিত। অার এই ভাষাকে বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ।
আক্ষেপের সুরে সমিধ বলেন, মুম্বাইয়ে কলকাতার বাঙালিরা এখন সেভাবে বাংলায় কথা বলে না।
তিনি বলেন, আমি বিদেশে কোনো অন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যখন যাই, তখন দেখি আর সাতটা ভাষার মধ্যে বাংলা ভাষাতে লেখা থাকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, তখন বেশ গর্ববোধ হয়।
রেকর্ডিং এর ফাঁকে বাংলনিউজকে সমিধ বলেন বাঙালির সাংস্কৃতিক জগতের শিকড়টা বাংলাদেশেই দেখতে পাই। ওটা ক্রিয়েশনের কেন্দ্রবিন্দু। ভাষার সততা, প্যাশন আমি বাংলাদেশেই বেশি পাই। বাংলাদেশে অনুষ্ঠান করেও নিখাদ আনন্দ পাই।
ইতোমধ্যে বাংলাদেশের আরও দুটি চলচ্চিত্রে কাজ করার চুক্তিবদ্ধ হয়েছেন বলেও জানালেন এই শিল্পী।
পশ্চিমবঙ্গের সমসাময়িক নায়কদের গলায় গান গেয়েছেন সমিধ।
বাংলাদেশের নায়কের গলায় গান গাইতে কেমন লাগছে? জানতে চাইলে সমিধ বলেন, সাকিব ভাইয়ের জন্য গাইতে পেরে ভালো লাগছে।
মেন্টাল- চলচ্চিত্রের টাইটেল গানটি গেয়ে শোনান সমিধ। ‘মেন্টাল বলে যে আমায়, মেন্টাল সবাই। পাঙ্গা নিবি না শালা, করবো ধোলাই…’’
সমিধ বলেন, আমার বিশ্বাস এই গান আগামী দিনে বাংলাদেশের মানুষের মুখে মুখে শোনা যাবে।
‘ডাব্বুর সুরে সমিধ মুখার্জির এই প্রথম কাজ’-- জানালেন তিনি।
বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৪