কলকাতা: কলকাতা বন্দর ও তার সংলগ্ন এলাকায় হতে পারে জঙ্গি হামালা- ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সতর্কবার্তা এমনই।
তাই কেন্দ্রের সতর্কবার্তা আসার সঙ্গে সঙ্গেই কলকাতা বন্দরের নিরাপত্তা বাড়ানো হয়েছে।
কলকাতার খিদিরপুর ডকে যুদ্ধ জাহাজের প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। কিন্তু বন্দরে জঙ্গি হামলা হতে পারে খবর আসায় দু’টি যুদ্ধজাহাজ ফিরে যাচ্ছে।
এদিকে মঙ্গলবার (০৪ নভেম্বর) মহরম উপলক্ষে খিদিরপুর এলাকায় সকাল থেকেই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল।
সর্তকবার্তা আসার পর সেই নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।
সূত্রের খবর, জঙ্গি হামলা রুখতে ভারত-বাংলাদেশের জলসীমায় নজরদারি বাড়ানো হয়েছে।
বঙ্গোপসাগরে দু’দেশের জলসীমায় নিরাপত্তা বাহিনী ও মৎস্যজীবীদের নজরদারির ব্যবস্থা বাড়ানো হচ্ছে বলেও জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৪