ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

চুপ থেকে অমিত শাহের অভিযোগ উপেক্ষা মমতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১০ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৪
চুপ থেকে অমিত শাহের অভিযোগ উপেক্ষা মমতার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা: রোববার কলকাতার জনসভা থেকে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের অভিযোগগুলো অনেকটা মুখ বন্ধ রেখে উপেক্ষা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতায় তৃণমূল যুব কংগ্রেসের সভায় তার হাজির থাকার কথা থাকলেও তিনি সভাতেই এলেন না।



মনে করা হয়েছিল অমিত শাহের অভিযোগের জবাব পাল্টা সভায় দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেদিকে না গিয়ে তিনি উপেক্ষার পথই বেছে নিলেন।

তবে শাসক দলের তরফে তীব্র ভাষায় বিজেপিকে আক্রমণ করা হয়েছে এই সভা থেকে।

এদিনের সভার মূল বক্তা মুখ্যমন্ত্রীর ভাইপো ও তৃণমূলের সংসদ সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এদিনের সভায় আসেন নি কারণ তিনি অমিত শাহের সমকক্ষ নন।

কয়েকদিন আগেই কর্মীসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বিদ্রুপ করে বলেছিলেন ‘কে অমিত শাহ?’

তৃণমূল কংগ্রেসের নেতা তথা পশ্চিমবঙ্গের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গতকালের বিজেপির সভাকে ‘ফ্লপ শো’ আখ্যা দেন।

বাংলাদেশ সময়: ২২০৭ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।