কলকাতা: ছিটমহল বিনিময়ের আগে সেখানকার পরিকাঠামো উন্নয়ন,পুনর্বাসন ও ক্ষতিপূরণ সম্পর্কে আলোচনা করতে রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্র সচিবকে দিল্লিতে ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
আগামী বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দিল্লিতে বৈঠকটি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
রাজ্যের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে উন্নয়ন ও ক্ষতিপূরণের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের শর্তেই ছিটমহল বিনিময়ে মত দিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
অন্যদিকে, ছিটমহল বিনিময় প্রক্রিয়াকে দ্রুত করতে স্থল সীমান্ত চুক্তি বিলটি বুধবার (১০ ডিসেম্বর) লোকসভায় পেশ করার পরিকল্পনা আছে কেন্দ্রীয় সরকারের।
ধারণা করা হচ্ছে, বিজয় দিবসের আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছিটমহল নিয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেবেন।
যদিও ছিটমহল বিনিময় নিয়ে বিজেপি’র আসাম শাখার এখনও আপত্তি আছে। তবে বিজেপি’র সর্বভারতীয় সভাপতি এ বিষয়ে আসাম শাখার সঙ্গে কথা চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১২১৪ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৪