ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সিবিআই জেরার আগে সময় চাইলেন পশ্চিমবঙ্গের মন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৪
সিবিআই জেরার আগে সময় চাইলেন পশ্চিমবঙ্গের মন্ত্রী মদন মিত্র

কলকাতা: সিবিআই দপ্তরে হাজিরা দেওয়ার আগে একদিন সময় চাইলেন পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রী ও তৃণমূল নেতা মদন মিত্র।

সারদা আর্থিক কেলেঙ্কারি মামলায় তাকে জেরা করবে সিবিআই।



প্রথমবার তলবের সময় অসুস্থতার জন্য অনুপস্থিত ছিলেন মদন মিত্র। এরপর তাকে জেরার জন্য আগামী বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তলব করেছে সিবিআই।

সূত্র জানায়, পরিবহন মন্ত্রী এজন্য একদিন সময় চেয়েছেন। আগামী শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে কলকাতার সিবিআই দপ্তরে হাজিরা দেবেন তিনি।

পরিবহন মন্ত্রীকে তলবের খবরে প্রভাবশালীদের সারদাকাণ্ডে জড়িত থাকার বিষয় নিয়ে উত্তাপ বেড়েছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।