কলকাতা: সারদা কেলেঙ্কারি কাণ্ডে গতি আনার দাবি নিয়ে বামফ্রন্টের প্রতিনিধি দল সোমবার (২২ ডিসেম্বর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতে দিল্লী রওনা দিয়েছে।
সূত্রের খবর, সোমবারই তারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন।
বাম প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কাছে সারদা কাণ্ডের তদন্তে গতি আনার আবেদনের পাশাপাশি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জেরা করার দাবিও জানাবেন বলে সূত্র জানিয়েছে।
এর আগে মুখ্যমন্ত্রীকে জেরা করার দাবি জানিয়ে বেশ কয়েকটি মিছিল এবং সমাবেশ করেছে বামফ্রন্ট। সারদা গোষ্ঠীর মালিক সুদীপ্ত সেন বিভিন্ন সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁকা ছবি কিনেছেন এমন দাবি করে এ বিষয়ে তদন্তের পক্ষে সরব হয়েছে বামফ্রন্টের নেতারা।
বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৪