ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় শুরু হলো সিলেট উৎসব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৪
কলকাতায় শুরু হলো সিলেট উৎসব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: কলকাতায় শুরু হয়েছে ইন্দো-বাংলা সিলেট উৎসব। জালালাবাদ অ্যাসোসিয়েশন, ঢাকা এবং এবং দক্ষিণ কলকাতা সিলেট অ্যাসোসিয়েশানের যৌথ উদ্যোগে এই উৎসব অনুষ্ঠিত হচ্ছে।



এর উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অনুষ্ঠানে আরো ছিলেন মন্ত্রী এম এ মান্নান, ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলি প্রমুখ।

অর্থমন্ত্রী বেলুন উড়িয়ে উৎসবের সূচনা করেন। এর পর দু’ দেশের জাতীয় সঙ্গীত পরিবেশনা করা হয়।

অর্থমন্ত্রী তার বক্ত‍ৃতায় বলেন, সিলেটের মানুষদের ঐতিহ্যের প্রতি গভীর আগ্রহ রয়েছে। সিলেটের লোকজন স্বতন্ত্র্য।

তিনি আয়োজকদের এ ধরনের অনুষ্ঠান সিলেতে আয়োজন করতে অনুরোধ করেন। তিনি সকলকে সিলেটে যাওয়ার আশার আমন্ত্রণ জানান।

ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনের সৈয়দ মোয়াজ্জেম আলি উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে আশা প্রকাশ করেন সিলেটের আগামী প্রজন্ম এই ঐতিহ্য বহন করে চলবে।

এই উৎসবে কলকাতা এবং সিলেটের শিল্পীরা সঙ্গীত এবং নৃত্য অনুষ্ঠান পরিবেশনা করেন। বাউল সম্রাট আবদুল করিমের ওপর একটি তথ্যচিত্র প্রদর্শিত করা হয়। গোটা উৎসবকে বাউল সম্রাট আবদুল করিমকে উৎসর্গ করা হয়েছে।

** কলকাতায় ইন্দো-বাংলা সিলেট উৎসব

বাংলাদেশ সময়: ০৬৫৯ ঘণ্টা, ২৭ ডিসেম্বর , ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।