ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পদ্মভূষণ পাচ্ছেন আদভানী-অমিতাভ-রজনীকান্ত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫
পদ্মভূষণ পাচ্ছেন আদভানী-অমিতাভ-রজনীকান্ত

কলকাতা: সাবেক প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীকে ভারতরত্ন প্রদানের পর বিজেপি নেতা  লালকৃষ্ণ আদভানীকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ সম্মান পদ্মভূষণে ভূষিত করার সিদ্ধান্ত নিলো ভারত সরকার।

এছাড়াও এ তালিকায় রয়েছেন অমিতাভ বচ্চন, দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত, যোগগুরু বাবা রামদেব, ধর্মগুরু শ্রী রবিশঙ্কর, অভিনেতা দিলীপ কুমার, সঞ্জয়লীলা বানশালী, অভিনেতা ও স্ক্রিপ্ট লেখক সেলিম খান প্রমুখ।

সেলিম খান প্রখ্যাত বলিউড অভিনেতা সালমান খানের বাব॥

তালিকায় আরও রয়েছেন ব্যাডমিন্টন খেলোয়াড় সাইনা নেহয়াল, পিভি সিন্ধু, কুস্তিবিদ সুশীল কুমার ও তার কোচ সতপাল, হকি খেলোয়াড় সর্দার সিং, দাবার গ্র্যান্ডমাস্টার শশীকিরণ কৃষ্ণণ ও প্রথম প্রতিবন্ধী নারী পর্বতারোহী অরুণিমা সিনহা।

অভিনেতা প্রাণকে দেওয়া হচ্ছে মরণোত্তর সম্মাননা।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।