ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পরমাণু চুক্তি নিয়ে সমালোচনা কংগ্রেস ও বামফ্রন্টের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
পরমাণু চুক্তি নিয়ে সমালোচনা কংগ্রেস ও বামফ্রন্টের

কলকাতা: আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওমাবার সঙ্গে ছয় বছর আগে স্বাক্ষর হওয়া পরমাণু চুক্তি প্রয়োগের বিষয়ে কথাবার্তা কিছুটা এগুনোর খবর প্রকাশিত হওয়ার পরেই এ বিষয়ে বিজেপির অবস্থানের তীব্র বিরোধিতা করেছেন পশ্চিমবঙ্গের কংগ্রেস এবং বাম নেতৃবৃন্দ।

সোমবার (২৬ জানুয়ারি) এ বিরোধিতা করে সংগঠন দু’টি।



প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর বলেন, পরমাণু চুক্তি নিয়ে বিজেপি নিজেদের অবস্থান থেকে ৩৬০ ডিগ্রি ঘুরে গেছে।

পরমাণু চুল্লি থেকে কোনো দুর্ঘটনা ঘটলে ক্ষতিপূরণের বোঝা দেশের মানুষকেই বইতে হবে বলেও জানান অধীর চৌধুরী।

অন্যদিকে একই সুরে কথা বলেছেন বামেরাও। এই চুক্তি মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের উপর চাপিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।

ভূপাল গ্যাস দুর্ঘটনার প্রসঙ্গ টেনে বিমান বসু বলেন, ঘটনার পর বেশ কয়েক বছর কেটে গেলেও এখনও ক্ষতিগ্রস্ত মানুষরা কোনো ক্ষতিপূরণ পাননি। এবার দুর্ঘটনা ঘটলে ক্ষতিপূরণের বোঝা ভারতের ওপরই চাপবে।

আগামী দিনগুলিতে পরমাণু চুক্তি নিয়ে বিরোধী দল গুলির আক্রমণের মুখে পড়তে হবে বিজেপিকে, বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা।

বাংলাদেশ সময়: ০২৩০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।