কলকাতা: সারদা মালিক সুদীপ্ত সেনকে জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করবে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের গোয়েন্দারা (ইডি)।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) গোয়েন্দারা পশ্চিমবঙ্গের আলিপুর জেলে যেতে পারেন বলে সূত্রের মাধ্যমে জানা গেছে।
একদিকে যেমন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই তদন্ত চালাচ্ছে, অন্যদিকে সারদার ঘটনা আলাদা করে তদন্ত চালাচ্ছে ইডি। এ তদন্তের জন্যই সারদা মালিক সুদীপ্ত সেনকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।
পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক শঙ্কু দেব পাণ্ডা সম্পর্কে বেশ কিছু তথ্য হাতে এসেছে গোয়েন্দাদের। এ তথ্যের ভিত্তিতেই জিজ্ঞাসাবাদ করা হবে তাকে।
অন্য একটি সূত্রের মাধ্যমে জানা গেছে, পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রী মদন মিত্রের সম্পর্কেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে সুদীপ্তকে।
আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত ইডি কর্মকর্তাদের হাতে এ জিজ্ঞাসাবাদের অনুমতি রয়েছে বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫