ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় আবারও চালু হচ্ছে রাত্রীকালীন বাস পরিষেবা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৫
কলকাতায় আবারও চালু হচ্ছে রাত্রীকালীন বাস পরিষেবা

কলকাতা: সারা রাত ধরে যাত্রী চলাচলের সুবিধার জন্য কলকাতায় মার্চ মাস থেকে আবারও রাত্রীকালীন বাস পরিষেবা চালু করতে যাচ্ছে মহানগরীর সরকারি পরিবহন সংস্থা।

যদিও প্রাথমিকভাবে গভীর রাত পর্যন্ত এ বাস চলবে।

তবে পরবর্তী সময় গোটা রাত ধরে এ সার্ভিস চালু করা হবে বলে জনা গেছে।

ভারতের সবকটি এ-ওয়ান তকমাপ্রাপ্ত শহরে রাতের বাস পরিষেবা চালু আছে। আগের বামফ্রন্ট সরকারের আমলে কলকাতায় এই পরিসেবা চালু হলেও পরে তা বন্ধ হয়ে যায়। রাতে যাত্রী সংখ্যা কম থাকাকেই তখন এর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছিল।

ফলে এতোদিন গভীর রাতে কলকাতার একমাত্র ভরসা ছিল ট্যাক্সি বা বেসরকারি ভাড়া গাড়ি। যদিও এসব গাড়ি নিয়ে কলকাতার নাগরিকদের অভিযোগও অনেক।

এসব কারণকে মাথায় রেখেই কলকাতায় আবারও রাতের বাস পরিষেবা চালু করার উদ্যোগ। কলকাতা বিমানবন্দরকে কেন্দ্র করে এই সেবা চালু করা হবে।

সরকারি পরিবহন সংস্থা সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে গভীর রাত পর্যন্ত বাস সার্ভিস চললেও, যাত্রীদের চাহিদা বিবেচনা করে পরবর্তী সময়ে গোটা রাত এ পরিষেবা চলবে।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, ৪ ফ্রেব্রুয়ারি, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।