ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সারদা কাণ্ড

‘সংবাদ প্রতিদিন’ সম্পাদককে আবারও জেরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫
‘সংবাদ প্রতিদিন’ সম্পাদককে আবারও জেরা ‘সংবাদ প্রতিদিন’-এর সম্পাদক সৃঞ্জয় বসু

কলকাতা: সারদা কাণ্ডে কলকাতা থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্র ‘সংবাদ প্রতিদিন’-এর সম্পাদক সৃঞ্জয় বসুকে আবারও তলব করা হয়েছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) কলকাতার সিবিআই দফতরে উপস্থিত হন তিনি।

সৃঞ্জয় বসু পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের সাবেক সদস্য এবং রাজ্যসভার সংসদ সদস্য।

এর আগেও সারদা কাণ্ডে গ্রেফতার হয়েছিলেন সংবাদ প্রতিদিনে’র সম্পাদক সৃঞ্জয় বসু। এরপর জামিনে জেল থেকে মুক্তি পেয়ে তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করেন তিনি।

সূত্র জানায়, সারদা কাণ্ডে বেশকিছু তথ্য পাওয়ার পরই সিবিআই আবারও সৃঞ্জয় বসুকে তলব করেছে।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ফ্রেব্রুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।