ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কার্টুনিস্ট নারায়ণ দেবনাথকে ডি লিট দিচ্ছে রবীন্দ্রভারতী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫
কার্টুনিস্ট নারায়ণ দেবনাথকে ডি লিট দিচ্ছে রবীন্দ্রভারতী

কলকাতা: হাঁদা ভোঁদা, বাঁটুল দি গ্রেট, নণ্টে-ফন্টে’র মতো জনপ্রিয় কমিকস চরিত্রের স্রষ্টা কার্টুনিস্ট ও লেখক নারায়ণ দেবনাথকে ডি লিট সম্মাননা দিচ্ছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়।

আগামী ৮ মে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের ৪০তম সমাবর্তন অনুষ্ঠানে এই প্রবীণ কার্টুনিস্টকে এ সম্মাননা দেওয়া হবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়।



পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী তার হাতে এ ডি লিট সম্মাননা তুলে দেবেন।

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী রায়চৌধুরী চিঠি দিয়ে এ খবর জানিয়েছেন বলে নারায়ণ দেবনাথের পরিবার সূত্রে জানা যায়।

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, নারায়ণ দেবনাথ ছাড়াও সমাবর্তন অনুষ্ঠানে অভিনেতা নাসিরুদ্দিন শাহ এবং গীতিকার ও পরিচালক গুলজারকেও সম্মানীত করা হবে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।