কলকাতাঃ ক্রমাগত বেড়ে চলেছে সোয়াইন ফ্লু। পশ্চিমবঙ্গের সোয়াইন ফ্লু–তে আক্রান্তের সংখ্যা ১০০ ছাড়িয়েছে।
এরই মধ্যে বলিউডের নায়িকা সোনম কাপুর সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে মুম্বাইয়ের এক হাসপাতালে ভর্তি হয়েছেন। মনে করা হচ্ছে তার ব্যক্তিগত ব্যায়ামের প্রশিক্ষকের কাছ থেকেই তার দেহে সোয়াইন ফ্লু ভাইরাস প্রবেশ করেছে।
সোনম কাপুরের সঙ্গে শ্যুটিং করছিলেন অনুপম খের এবং সালমান খানসহ আরও বেশ কয়েকজন অভিনেতা অভিনেত্রী।
ভারতের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যুর খবর পাওয়া গেছে রাজস্থানে। সেখানে মৃত্যু হয়েছে ২৫৭ জনের। ২৫৬ জনের মৃত্যু হয়েছে গুজরাটে। মধ্যপ্রদেশে শনিবার(২৮ ফেব্রুয়ারি) পর্যন্ত ১৫১ এবং মহারাষ্ট্রে ১৩১ জন প্রাণ হারিয়েছেন।
এছাড়াও তেলেঙ্গা এবং কর্ণাটক, পাঞ্জাব, হরিয়ানা, অন্ধ্রপ্রদেশ, জম্মু-কাশ্মীরে সোয়ান ফ্লু ছড়িয়েছে।
ভারতের স্বাস্থ্যমন্ত্রী জে পি নন্দা জানিয়েছেন, ভারত সরকার সোয়াইন ফ্লু নিয়ন্ত্রণে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে।
বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, মার্চ ১, ২০১৫