ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

দোলের আগেই আবিরে রঙিন কলকাতা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, মার্চ ৪, ২০১৫
দোলের আগেই আবিরে রঙিন কলকাতা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: রাত পোহালেই দোল। কিন্তু বসন্ত উৎসবের আগের দিন থেকেই কলকাতার বিভিন্ন জায়গায় চালু হয়ে গেছে আবির খেলা।



বুধবার (৪ মার্চ) দুপুরের পর থেকেই আবিরের রঙে রঙিন হয়ে ওঠে কলকাতার রাস্তাঘাট।

দোল ও হোলি উৎসবের জন্য আগামী দু’দিন ছুটি পশ্চিমবঙ্গে। সরকারি দপ্তরগুলির সঙ্গে বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠানও।

তাই বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা বুধবারই মেতে উঠেছিলো আবিরের খেলায়।

বিভিন্ন বিদ্যালয়েও চলেছে আবির নিয়ে উৎসব। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাষ অনুযায়ী বৃষ্টি হতে পারে দোলের দিন। কিন্তু এ আশঙ্কায় উৎসাহে ভাটা পড়েনি। বরং অনেকেই আগের দিন থেকেই শুরু করে দিয়েছেন বসন্ত উৎসবের আনন্দ।

বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, মার্চ ৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।