ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বসন্ত উৎসবে মেতেছে শান্তি নিকেতন

নাবিল জাহাঙ্গীর, শান্তি নিকেতন থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, মার্চ ৫, ২০১৫
বসন্ত উৎসবে মেতেছে শান্তি নিকেতন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়: আজ দোলের দিনে যেন প্রকৃতির সঙ্গে মিশতে বসন্তের রঙে রেঙেছে কবিগুরুর শান্তি নিকেতন।

বৃহস্পতিবার (০৫ মার্চ) ভোর থেকেই ঋতুর রঙে সেজেছে তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সের নারী-পুরুষ।

আবির হাতে উৎসবে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের পর্যটকরাও।

দিনের শুরুতে ‘খোল দ্বার খোল, লাগল যে দোল’ গানের সঙ্গে সহস্রাধিক শিক্ষার্থী কাঁচ মন্দির থেকে মূল মঞ্চে প্রবেশ করে। প্রথা মতে বিশ্বভারতীর শিক্ষার্থীদের অংশগ্রহণে সকালে উৎসবের অন্যতম আকর্ষণ লাঠি নৃত্য।   যা ‘ডান্ডিয়া’ নামে পরিচিত।

এরপর শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা হয়। ‘যাও যাও যাওরে, এবার যাবার বেলায় রাঙিয়ে দিয়ে যাও’ গানটি শেষ হবার সঙ্গে সঙ্গেই আবির খেলা শুরু হয়।

আগের রাতে ঐতিহ্যবাহী কাঁচ মন্দিরে ‘বৈতালিক’ অনুষ্ঠিত হয়। উৎসব উপলক্ষে ডিডি ভারতী থেকে সকাল সাতটায় অমৃত সেন উপস্থাপিত ‘বসন্ত-উৎসব লাইভ’ অনুষ্ঠানটি প্রচারিত হয়েছে।
 
বর্তমানে ভারতে সোয়াইন ফ্লু’র আশঙ্কা থাকলেও হাজারো মানুষ তা উপক্ষো করে যোগ দেন বসন্ত উৎসবে।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।