ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

তৃণমূল কংগ্রেসকে ফের নোটিশ দেবে সিবিআই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, মার্চ ১১, ২০১৫
তৃণমূল কংগ্রেসকে ফের নোটিশ দেবে সিবিআই

কলকাতা: আয়ের হিসেব চেয়ে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের কাছে ফের নোটিশ পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই।

এর আগে সিবিআই’র নোটিশে দলটির সাবেক সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায় জানিয়েছিলেন, বর্তমান সাধারণ সম্পাদক এ বিষয়ে তথ্য দেবার অধিকারী।



সূত্র জানায়, এ উত্তর পাবার পরেই দলটির বর্তমান সাধারণ সম্পাদক বরাবর নোটিশ পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে সিবিআই।

পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী এবং সিপিএম নেতা গৌতম দেব এবং ক্ষমতাসীন বিজেপি নির্বাচন কমিশন বরাবর তৃণমূল কংগ্রেসের আয়ের ব্যাপারে অভিযোগ করার পরেই গোয়েন্দা সংস্থাটির এ উদ্যোগ লক্ষ্য করা যায়।

অন্যদিক বেআইনি আর্থিক প্রতিষ্ঠান ‘রোজ ভ্যালি’র ৪৩টি কার্যালয়ে হানা দিয়েছে সিবিআই। অভিনেতা, সাংসদ তাপস পালসহ আরো ক’জন প্রভাবশালী ব্যক্তিকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে সূত্র জানায়।

বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, মার্চ ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।