কলকাতা: পশ্চিমবঙ্গে ফারাক্কা বাঁধের ৮৯ নম্বর লকগেট ভেঙ্গে যাওয়ায় প্রচুর পানি বেরিয়ে যাচ্ছে।
বাংলাদেশে প্রবেশমুখের অদূরে গঙ্গা নদীর ওপরে নির্মিত এই বাঁধে মোট ১০৯টি লকগেট আছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, এর ফলে শুকনো মওসুমে বাঁধ সংলগ্ন কয়েকটি জেলায় পানীয় জলের সমস্যা দেখা দিতে পারে। এছাড়া সেচের জলের যোগানেও ঘাটতি পড়তে পারে বলে ধারণা করছেন তারা।
এদিকে কলকাতা বন্দরেও ৮৯ নম্বর লকগেটটি ভেঙ্গে যাওয়ার প্রভাব পড়বে বলে মনে করছেন অনেকে। যার ফলে কলকাতা বন্দরের নাব্যতা কমে যাবার সম্ভাবনা রয়েছে।
তবে ভাঙ্গা লকগেটটির মেরামতের ব্যাপারে ইতিমধ্যেই দিল্লীতে যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছে ফারাক্কা বাঁধ কর্তৃপক্ষ।
বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, ১৬ মার্চ, ২০১৫