কলকাতা: সুদূর জার্মানিতে বসে বাংলায় টুইট করে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে নরেন্দ্র মোদীর টুইটার অ্যাকাউন্টে বাংলা ভাষায় লেখা এ শুভেচ্ছা বার্তাটি ভেসে ওঠে।
এ উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী ১৪ তারিখ সকালে সমস্ত বাঙালিদের তার পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা জানান।
মোদী তার বার্তায় লেখেন, ‘পহেলা বৈশাখে সব বাঙালি বন্ধুদের আমার শুভেচ্ছা। আগামী বছরটা দুর্দান্ত কাটুক সকলের, শুভ নববর্ষ !’
দুই বাংলার বাঙালিদের প্রাণের এ উৎসবের দু’টি দিন মাথায় রেখেই ১৪ এপ্রিল সকালে এ বার্তা জানালেন ভারতের প্রধানমন্ত্রী।
এদিন পহেলা বৈশাখের বার্তার সঙ্গে সঙ্গে মোদী আসামের বহাগ বিহু, কেরালার ‘ভিসু’, তামিলনাড়ুর ‘পুথান্ডু’-সহ প্রত্যেক প্রদেশের নতুন বছরের উৎসব উপলক্ষে তার শুভেচ্ছা জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৫
এএ