কলকাতা: রাজ্য বিধানসভার চতুর্থ দফার ভোটের নিরাপত্তা তদারকি করতে আসা কেন্দ্রীয় বাহিনীর নাগাল্যান্ডের সদস্যদের খাদ্য গ্রহণ নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে হুগলি জেলার উত্তরপাড়ার বাসিন্দারা।
ভারতের উত্তর-পূর্বের রাজ্য নাগাল্যান্ডে কুকুরের মাংস খাওয়া প্রচলন রয়েছে ব্যাপক হারে।
তাতে এলাকাবাসীর আপত্তি না থাকলেও সমস্যা শুরু হয় একটি পোষা কুকুরকে নিয়ে। মঙ্গলবার সকালে একটি বাড়ির কুকুরকে ধরে নিয়ে যায় নাগা জওয়ানরা। আর তাতেই শোরগোল শুরু হয় এলাকায়।
উত্তরপাড়ার বাসিন্দারা বিক্ষোভ প্রদর্শন ছাড়াও উত্তরপাড়া থানায় অভিযোগ জানাতে যায়।
কিন্তু পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করে এবং নাগাদের কুকুর খাওয়ার প্রচলন আছে বলে তাদের ফিরিয়ে দেয়।
এই ঘটনায় অঞ্চলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। বাসিন্দারা এখন বিভিন্ন পশুপ্রেমী এনজিওর দ্বারস্থ হচ্ছেন বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, মে ২, ২০১১