কলকাতা: দ্বিতীয়বার কেঁপে উঠল কলকাতা। প্রথমবার ৭.৫ মাত্রার ভূমিকম্পের ১২ মিনিট ১৯ সেকেন্ড পর আবারও ভূমিকম্প অনুভূত হল।
এরই মধ্যে দার্জিলিং জেলায় দু’টি বাড়ি ভেঙে পড়ার খবর এসেছে। কিছুক্ষণের জন্য কলকাতায় বন্ধ হয়ে যায় মোবাইল সার্ভিস।
দ্বিতীয়বার কম্পনের পর কলকাতায় শুরু হয়েছে ঝড় এবং তার সঙ্গে বৃষ্টি।
ইতোমধ্যেই কলকাতায় বন্ধ করে দেওয়া হয়েছে মেট্রোরেল চলাচল। পশ্চিমবঙ্গের সমস্ত কয়লা খনিগুলো থেকে শ্রমিকদের বের করে আনা হয়েছে।
কলকাতার প্রায় সমস্ত অফিস ও কারখানা থেকে লোকজন বের হয়ে এসেছেন। অফিসগুলো সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
বাড়ি ছেড়ে প্রচুর লোকজন রাস্তায় জড়ো হয়ে আছেন। বহুতল ভবনগুলো থেকে পথে নেমে এসেছেন মানুষ।
পরপর দু’বার ভূমিকম্পে তীব্র আতঙ্ক দেখা দিয়েছে কলকাতায়।
বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৫
এএসআর
** ভূমিকম্পে দিল্লিতে মেট্রো সার্ভিস বন্ধ