কলকাতা: গত চারমাসের মধ্যে বুধবার (০৬ মে) মুম্বাইয়ের সেনসেক্সের সূচক সর্বনিম্ন অবস্থানে নেমেছে। এদিন সেনসেক্স’র সূচক পতন ঘটেছে ৬০০ পয়েন্টের বেশি।
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি ও ডলারের দাম কমে যাওয়া পতনের অন্যতম কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এছাড়া বিদেশি বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করে দেওয়াও পতনের অরেকটি কারণ বলে জানাচ্ছে শেয়ার বাজার সংশ্লিষ্ট সূত্রগুলো।
বুধবার বাজার শুরুর পর থেকেই সূচক পড়তে থাকে। ভারতের ব্লু-চিপ শেয়ারগুলোর দামেও যথেষ্ট পতন লক্ষ্য করা যায়।
অন্যদিকে, ভারতের মুদ্রাবাজার চালুর সঙ্গে সঙ্গে ডলারের বিপরীতে রুপির দাম কিছুটা বাড়লেও, শেয়ার বাজারে পতন শুরুর পর রুপির দামও পড়তে শুরু করে।
তবে স্বর্ণ ও রুপার দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে।
আগামী কয়েকদিন ভারতের শেয়ার বাজারে মন্দাভাব থাকতে পারে বলে মনে করছেন শেয়ার বাজার বিশেষজ্ঞরা।
বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, মে ০৬, ২০১৫
ভিএস/জেডএস