ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গের বর্ধমানে নজরুল ম‍ূর্তি স্থাপন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, মে ২৬, ২০১৫
পশ্চিমবঙ্গের বর্ধমানে নজরুল ম‍ূর্তি স্থাপন

বর্ধমান থেকে: কবি কাজী নজরুল ইসলামের ১১৭ তম জন্মদিনে পশ্চিমবঙ্গের বর্ধমানে কবির একটি ব্রোঞ্জ মূর্তির উদ্বোধন করা হয়েছে।

বর্ধমানের বেদিয়া উচ্চ বিদ্যালয়ে স্থাপিত মূর্তিটি উদ্বোধন করেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার জকি আহাদ।



নয় ফুট উচ্চতার এই ব্রোঞ্জ মূর্তিটি বানিয়েছেন রহিতাশ্র ঘোষ।

নজরুল মূর্তি উদ্বোধনকালে জকি আহাদ বলেন, কাজী নজরুল ইসলাম দুই বাংলার অন্যতম শ্রেষ্ঠ কবি।

এ উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্বভারতীর উপ-উপাচার্য অধ্যাপক স্বপন কুমার দত্ত, বেদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার দেবাংশি।

বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, মে ২৬, ২০১৫
ভিএস/এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।