ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

রেলমন্ত্রী হিসেবে শেষ অনুষ্ঠান

`রেলবন্ধু` পত্রিকার মোড়ক উন্মোচন করলেন মমতা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, মে ১৬, ২০১১
`রেলবন্ধু` পত্রিকার মোড়ক উন্মোচন করলেন মমতা

কলকাতা: ভারতীয় রেলওয়ে যাত্রীদের জন্য ‘রেলবন্ধু’ নামে নতুন একটি মাসিক পত্রিকার প্রথম সংখ্যার মোড়ক উন্মোচন করলেন রেলমন্ত্রী মমতা ব্যানার্জি।

নয়াদিল্লির রেলভবনে সোমবার দুপুরে পত্রিকাটির মোড়ক উন্মোচন করেন তিনি।

 

প্রথম পর্যায়ে রাজধানী এক্সপ্রেস, শতাব্দী এক্সপ্রেস ও দূরন্ত এক্সপ্রেসের মতো দূরপাল্লার ট্রেনের যাত্রীদের মাঝে পত্রিকাটি বিনামূল্যে বিতরণ করা যাবে।

রেলওয়েকে যাত্রীদের কাছে আরও আপন করার জন্য এই ম্যাগাজিন প্রকাশ করা হলো। মানুষকে রেলওয়ের পরিবর্তন সম্পর্কে জানানোই এই ম্যাগাজিনের উদ্দেশ্য। এই ম্যাগাজিনে ভ্রমণ ও খেলা সংক্রান্ত তথ্যও থাকবে।  

ভারতীয় রেলওয়ে ভারতের সংস্কৃতির একটি অংশ। এই ম্যাগাজিনের মাধ্যমে রেলওয়ের  সেবা সম্পর্কেও বিস্তারিত তথ্য থাকবে।  
তীর্থযাত্রীদের জন্যও যাতায়াতের নির্দেশিকা থাকবে এই ম্যাগাজিনে।  

এছাড়া রেলওয়ে নিয়ে এ পর্যন্ত ভারতে নির্মিত বিভিন্ন চলচ্চিত্র সম্পর্কেও এতে লেখা হবে। সেইসঙ্গে ভারতীয় চলচ্চিত্রের বিখ্যাত ব্যক্তিত্বদের রেলওয়েতে ভ্রমণের অভিজ্ঞতাও এতে প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।  

পত্রিকাটির সম্পাদনার দায়িত্বে রয়েছেন কল্যাণী এম আর।

রেলভবনের অনুষ্ঠানে রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান বিবেক সহায় ছাড়াও উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, মে ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।