ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সিপিএমের অপছন্দের মানুষজনকে ফেরাচ্ছেন মমতা

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, মে ১৮, ২০১১
সিপিএমের অপছন্দের মানুষজনকে ফেরাচ্ছেন মমতা

কলকাতা: রাজ্যের শাসন ক্ষমতা চালাতে গিয়ে সিপিএমের অপছন্দের তালিকায় থাকা মানুষজনকে এবার ফেরাতে চলেছেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি।

নয়াদিল্লির একটি সূত্র জানাচ্ছে, এই তালিকায় রয়েছেন রাজ্যের সাবেক পুলিশ কর্মকর্তা নজরুল ইসলাম।

তিনি বর্তমানে রেলের নির্বাহী পরিচালকের (নিরাপত্তার) দায়িত্বে আছেন। বিগত বামফ্রন্ট সরকারের আমলে তিনি কোনঠাসা হয়ে পড়লে মমতাই তাকে ২০০১ সালে দিল্লিতে নিয়ে যান। ’

সূত্রটি আরও জানাচ্ছে, সোমবার মমতা ব্যানার্জি রেলভবনে দীর্ঘক্ষণ ছিলেন। সেখানে তার সঙ্গে নজরুল ইসলামের কথা হয়। তখনই হবু মুখ্যমন্ত্রী তাকে রাজ্যে ফিরিয়ে আনার কথা জানান।

জানা গেছে, তাকে মুখ্যমন্ত্রীর সচিব করা হতে পারে। অথবা স্বরাষ্ট্র সচিবও (পুলিশ) করা হতে পারে।

এদিকে গতকাল রাতে কলকাতায় সিপিএমের কেন্দ্রীয় কমিটির বহিষ্কৃত নেতা ও ভারতের লোকসভার সাবেক স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে তার বাসভবনে যান মমতা। সেখানে গিয়ে মমতা তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ও শপথ গ্রহণ অনুষ্ঠানে আসার জন্য আমন্ত্রণ জানান।

মমতার এই পদক্ষেপে কলকাতার রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

বাংলাদেশ সময় : ১৬০০ ঘণ্টা, মে ১৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।