ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মমতার সঙ্গে বির্তকে জড়িয়ে বহিষ্কার হাসপাতালের সুপার

রক্তিম দাশ. সিনিয়ার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, মে ২৭, ২০১১

কলকাতা: রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে বির্তকে জড়িয়ে বহিষ্কার হলেন কলকাতার বিখ্যাত সরকারি হাসপাতাল বাঙ্গুর ইনস্টিউট অব নিউরোলজির সুপার শ্যামাপদ গড়াই।

শুক্রবার সকালে সরকারিভাবে তাকে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।



বৃহস্পতিবার মমতা আচমকা এই হাসপাতালে পরিদর্শনে আসেন। তার সঙ্গে নিরাপত্তারক্ষীসহ অনেক সাংবাদিক ছিলেন। তাকে দেখতেও অনেকে ভিড় করেন।

এত ভিড় দেখে সুপার শ্যামাপদ গড়াই বলেন, এতো ভিড়ের কারণে হাসপাতালের চিকিৎসা পরিষেবার কাজ বিঘিœত হচ্ছে।

মুখ্যমন্ত্রী বলেন, তিনি এতো লোক আনেননি।

এরপরই মমতা শুক্রবার মহাকরণে তাকে ডেকে পাঠান। শ্যামাপদ গড়াই তখনই জানিয়ে দেন তার অনেকগুলি অপাারেশন আছে। তাকে পরে দেখা করার নির্দেশ দেওয়া হয়।

কিন্তু দেখা করার আগেই তাকে বহিষ্কার করা হল।


ভারতীয় সময়: ১৯১৫ ঘন্টা, মে ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।