ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মমতার ক্ষমতা: আদালতে যাচ্ছেন বহিষ্কৃত চিকিৎসক

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩১ ঘণ্টা, মে ২৯, ২০১১
মমতার ক্ষমতা: আদালতে যাচ্ছেন বহিষ্কৃত চিকিৎসক

কলকাতা: সরকারিভাবে বহিষ্কারের আদেশের বিরুদ্ধে এবার আদালতে যাচ্ছেন কলকাতার বিখ্যাত বাঙ্গুর ইন্সটিটিউট অব নিউরোলজির পরিচালক ডা. শ্যামাপদ গড়াই।
 
ডা. শ্যামাপদ গড়াই বাংলানিউজকে বলেন, ‘আমি আইনজ্ঞদের পরামর্শ নিচ্ছি।

তারা সম্মতি দিলে আমি আদালতের দ্বারস্থ হব। একতরফাভাবে বহিষ্কারের আদেশকে আইনের দরবারে চ্যালেঞ্জ জানাব। ’

উল্লেখ্য, সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হঠাৎ করে হাসপাতাল পরিদর্শনে এলে তাকে দেখতে বহু লোক ভিড় জমান। এতে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হলে ডা. গড়াই এতে অসন্তোষ প্রকাশ করেন। এ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে তার তর্ক হয়।

এ ঘটনার পররপই মহাকরণ থেকে ডা. গড়াইকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়।

এ বহিষ্কারে কলকাতার চিকিৎসক সমাজের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সেইসঙ্গে ডা. গড়াইয়ের অনুপস্থিতিতে ওই হাসপাতালের চিকিৎসাতেও সমস্যা দেখা দিয়েছে।

এ অচলাবস্থা দূর করতে আপাতত অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে আইপিজিএমআর’র প্রদীপ মিত্রকে।

ডা. শ্যামাপদ গড়াই বলেন, ‘মুখ্যমন্ত্রীর সঙ্গে আমি কোনও রকম খারাপ ব্যবহার করিনি। আমার ব্যবহারে কোনও রকম অসৌজন্য প্রকাশ পায়নি। মুখ্যমন্ত্রীর সঙ্গে মিডিয়ার প্রতিনিধিসহ অনেক লোক ছিল। তাতে রোগীদের চিকিৎসার অসুবিধা হচ্ছিল। আমি মুখ্যমন্ত্রীকে সবিনয়ে আমার ঘরে আসার অনুরোধ জানিয়েছিলাম। ’

এদিকে, ডা. গড়াইয়ের আদালতে যাওয়া নিয়ে কলকাতার রাজনৈতিক মহলেও চাঞ্চল্য দেখা দিয়েছে।

বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, মে ২৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।