কলকাতা: অনেক টালবাহানার পর অবশেষে ৫ জন মন্ত্রীর নামের তালিকা দিয়েছে কংগ্রেস।
সোমবার রাতে রাজ্য কংগ্রেসের পক্ষ থেকে এই তালিকা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেওয়া হয়।
কংগ্রেস সূত্রে জানা গেছে, দার্জিলিং ফাঁসিদেওয়া কেন্দ্রের বিধায়ক সুনীল তিরকে, জলপাইগুড়ি কেন্দ্রের বিধায়ক সুখবিলাস বর্মা, মুর্শিদাবাদ কেন্দ্রের নারী বিধায়ক শাঁওলি সিংহ রায়, মালদার সুজাপুর কেন্দ্রের বিধায়ক আবু নাসের খান চৌধুরী ও উত্তর দিনাজপুরে কালিয়াগঞ্জ কেন্দ্রের বিধায়ক প্রমথনাথ রায় এই তালিকায় রয়েছেন।
এরা প্রত্যেকই প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন।
এতদিন কংগ্রেসের মন্ত্রীত্ব নিয়ে দলের মধ্যে ব্যাপক টানাপোড়েন চলছিল। সে কারণেই এই দেরী বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
বাংলাদেশ সময়: ০০৪৯ ঘণ্টা, মে ৩১, ২০১১