ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

খাগড়াগড় বিস্ফোরণ ঘটনায় ত্রিপুরায় আরও ২ জঙ্গি গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৪ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৫
খাগড়াগড় বিস্ফোরণ ঘটনায় ত্রিপুরায় আরও ২ জঙ্গি গ্রেফতার

কলকাতা: ২০১৪ সালের ২ অক্টোবর পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার খাগড়াগড় বিস্ফোরণ ঘটনায় জড়িত সন্দেহে জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দুই জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০৬ নভেম্বর) দিনগত রাতে ত্রিপুরার সিপাহীজালা জেলা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।



গ্রেফতারকৃতদের মধ্যে একজনের নাম জাহাঙ্গীর হুসেন (৩২)। তিনি চট্টগ্রাম জেলার বাসিন্দা বলে জানা গেছে।

সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিস্ফোরণের সঙ্গে জড়িত থাকার কথা তারা পুলিশের কাছে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএ জিজ্ঞাসাবাদ করছে।

২০১৪ সালের ২ অক্টোবর বর্ধমান জেলার একটি বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। তদন্তে  জানা যায় এ ঘটনায় জঙ্গিদের সম্পৃক্ততা রয়েছে। পরে পশ্চিমবঙ্গের বর্ধমান,বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় এ জঙ্গি সম্পৃক্ততার যোগসূত্র খুঁজে পাওয়া যায়।

পরবর্তীতে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএ তদন্ত শুরু করলে ত্রিপুরা থেকে কয়েকজন জঙ্গিকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ১১২৪ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৫
ভিএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।