কলকাতা: গরুর মাংস খাওয়া নিয়ে ভারতজুড়ে বিতর্কের মাঝে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে চিঠি দিয়ে গরুর মাংস খাওয়ার উপকারিতা সম্পর্কে জানালেন ভারতের প্রবীণ বিজ্ঞানী পি এম ভার্গব।
ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মভূষণ পুরস্কারপ্রাপ্ত এই বিজ্ঞানী ‘সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকিউলার বায়োলজি’-এর প্রতিষ্ঠাতা অধিকর্তা ।
পুরস্কার ফিরিয়ে তিনি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে যে চিঠি তিনি দিয়েছেন তাতেই তিনি উল্লেখ করেছেন গরুর মাংস প্রসঙ্গ।
তিনি জানিয়েছেন, বৈজ্ঞানিক বিভিন্ন বিষয় বাস্তবায়নের ক্ষেত্রে ধর্মীয় রক্ষণশীলতার পরিবেশ বাধা হয়ে দাঁড়াচ্ছে, যা প্রভাব ফেলছে উন্নয়নে। গরুর মাংস নিয়ে বিতর্কের মাঝে এই বিজ্ঞানীর চিঠি আলোড়ন ফেলবে মলে মনে করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, নভেম্বর ১১,২০১৫
ভি.এস/আরআই