ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

দিওয়ালীতে শিশুদের সঙ্গে প্রণব মুখার্জি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
দিওয়ালীতে শিশুদের সঙ্গে প্রণব মুখার্জি

কলকাতা: ভারতের রাজনীতিতে তাকে বলা হয় ‘চাণক্য’। সাধারণভাবে খুব কম কথা বলা মানুষ, গম্ভীর, চুপচাপ।

রাজনীতির জটিল বিষয়ে তার অবাধ পদচারণা।

কিন্তু বুধবার (১২ নভেম্বর) দিওয়ালীর দিন শিশুদের সঙ্গে অনেকটা সময় কাটালেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।

দিওয়ালি উপলক্ষে প্রথমেই ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে অভিনন্দন জানান রাষ্ট্রপতি ভবনের কর্মীরা।

এরপর সাধারণ মানুষের জন্য নির্ধারিত সময়ে হাজির হয় বিভিন্ন বয়েসের কচি-কাঁচারা।

এই কচি-কাঁচাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি। তাদের আনা ফুল গ্রহণ করেন তিনি। কেউ কেউ সঙ্গে নিয়ে আসে নিজেদের হাতে বানানো 'গ্রিটিংস কার্ড'।

এসময় রাষ্ট্রপতি প্রণব মুখার্জিও শিশুদের চকলেট উপহার দেন। নিজে হাতে শিশুদের উপহার হিসেবে চকলেট দেন তিনি।

বাংলাদেশ সময়: ০৩১০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
ভিএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।