রাঁচি, ঝাড়খণ্ড থেকে: ছাউ, ঝাড়খণ্ডের ঐতিহ্যবাহী নাচ। ২০১০ সালে ইউনেস্কো এটিকে সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়।
ময়ূরভাজেঁ পরিবেশন করা হয় সাওতাঁলদের ঐতিহ্যবাহী এ নাচ। একজনের ওপর তিনজন। মাঝখানের দু’জন আড়াআড়ি। সবার হাতেই শঙ্খ।
ওড়িষ্যার সাগর পাড় পুরির এ নাচে দেবি কালী, দুর্গার স্তবক করা হয়। ১৪ নভেম্বর মোটর র্যালির উদ্বোধনী অনুষ্ঠানে এটি পরিবেশন করা হয়।
ময়ূরজাঙ, উদ্বোধনী অনুষ্ঠানে আদিবাসীদের এ নৃত্যও পরিবেশন করা হয়। ছয়জনের দলটি পা উঁচিয়ে উঁচিয়ে একবার কাছে আসছেন, পরক্ষণেই পেছনে যাচ্ছেন।
হাতে তলোয়ার, মাথায় লাল কাপড় বাঁধা, মুখে মুখোশের অবয়বে সাদা রঙ। আত্মরক্ষার বিভিন্ন কৌশলের এ নৃত্যও ঐতিহ্যবাহী।
বাংলাদেশ সময়: ১০৩৪ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
জেডএস