ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গে ১০ হাজার কওমি মাদ্রাসাকে সরকারি স্বীকৃতি দেওয়া হচ্ছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪১ ঘণ্টা, জুন ১১, ২০১১
পশ্চিমবঙ্গে ১০ হাজার কওমি মাদ্রাসাকে সরকারি স্বীকৃতি দেওয়া হচ্ছে

কলকাতা: পশ্চিমবঙ্গে সংখ্যালঘু মুসলমানদের শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে ১০ হাজার কওমি মাদ্রাসাকে সরকারি স্বীকৃতি দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

গতকাল শুক্রবার বিকালে মহাকরণে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এ কথা ঘোষণা দেন।



তিনি বলেন, ‘মন্ত্রিসভার বৈঠকে মাদ্রাসার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এর জন্য খুব দ্রুতই প্রজ্ঞাপন জারি করা হবে সরকারিভাবে। ’

তিনি আরও বলেন, ‘প্রায় ১০ হাজার মাদ্রাসাকে সরকারি অনুমোদন দেওয়া হবে। বর্তমান রাজ্য সরকারের আর্থিক অবস্থা খারাপ হওয়ায় মাদ্রাসাগুলোকে অর্থ দিয়ে সাহায্য করা সম্ভব নয়। ’

মাদ্রাসাগুলো যাতে ভারত সরকারের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত না হয়, সেজন্য এ অনুমোদন দেওয়া হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী।

রাজ্য শিক্ষা মন্ত্রক থেকে এদিন জানানো হয়েছে, রাজ্যে এ মাদ্রাসাগুলোর সরকারি স্বীকৃতি না থাকায় তারা ভারত সরকারের বিভিন্ন আর্থিক সাহায্য থেকে বঞ্চিত হচ্ছে। এটা যাতে না হয় সেজন্যই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এ সিদ্ধান্ত নিয়েছেন।

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, জুন ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।