ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

চোখ জুড়ানো শিলংয়ে বড়া নদীর পাড়ে

মাজেদুল নয়ন, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
চোখ জুড়ানো শিলংয়ে বড়া নদীর পাড়ে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শিলং, মেঘালয় থেকে: অপরূপ সুন্দর নদী বড়া। চারপাশে উঁচু টিলা।

মাঝ দিয়ে স্বচ্ছ নীল জলরাশির নদী চলে গেছে একেবেঁকে।

ব্রহ্মপুত্রের পাড় ঘেঁষে চলে বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল (বিবিআইএন) মৈত্রী র‌্যালি এখন শিলংয়ে। সত্যি চোখ জুড়ানো, মন ভোলানো শহর এটি।

পাড়ে বসে মেঘালয়ের ট্রান্সপোর্ট বিভাগের কর্মকর্তা হির্টলন বলেন, নীল পানির এ নদীকে বলা হয় বড়া। আর দুই সপ্তাহের মধ্যে পানি আরও নেমে যাবে। পর্যটকরা তখন তীরের বাংলোগুলোতেই থাকা শুরু করবে।

নদীটি গিয়ে মিশেছে ব্রহ্মপুত্রে। বাঁধের ওপর ভ্রাম্যমাণ দোকান বসিয়েছেন মা মেয়ে। গাড়ি পেছনের দরজায় সাজিয়েছেন পসরা।

এখানে পর্যটকরা ছবি তুলছেন দাঁড়িয়ে। পাশেই বসেছে আরও কিছু চায়ের দোকান। তবে গত কয়দিনের মতো এখানেও নারীরাই কাজ করছেন।

২৪ হাজার বর্গকিলোমিটারের প্রদেশ মেঘালয়। রাজ্যের রাজধানী শিলং। সবুজের রাজ্য এটা। যে দিকে চোখ যাবে শুধুই সবুজ আর সবুজ। এখানে অনেক জাতিগোষ্ঠীর আদিবাসীদের বাস।

শিলং মূল শহরে বেশ যানজট রয়েছে। পাহাড়ের গাঁয়ে বাড়িতে ঠাসা।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
এমএন/এএ

** ব্রহ্মপুত্রের পাড় ধরে এবারে যাত্রা শিলচরে
** অবশেষে সমতলে, ব্রহ্মপুত্রের পাড়ে
** পাপীকে গ্রাস করা মেবার টিশো হ্রদ
** পুরে ওয়ারমং বাজারে
** যে দেশে সুখটাই প্রধান
** আবারও ভারতের উদ্দেশে যাত্রা
** ভুটানে শেষ রাত, মনগারে র‌্যালি
** ১৩শ ফুট ওপরে বরফ মাড়িয়ে ছুটে চলা
** বিদায় ‘ভ্যালি অব বিউটিফুল গার্লস’
** ভুনতাংয়ের ঠাণ্ডায় তুগবোর উত্তাপ
** ইয়াকের দেখা মিললো উরা উপত্যকায়
** মাইনাস ৮ ডিগ্রি তাপমাত্রার ভুমতাংয়ে
** অস্ত্রহীন পুলিশ, সিগন্যাল ছাড়া ট্রাফিক
** পান চাবানোর দেশে স্মোক ইজ ক্রাইম!
** থিম্পুতে ফ্ল্যাগ অফ করলেন ধুনজেল
** থিম্পুতে বুদ্ধের দীর্ঘ বসা মূর্তি
** অাঞ্চলিক সম্পর্ক মজবুত করবে বিবিঅাইএন এমভিএ
** যান চলাচল শুরু মানেই বাণিজ্য সম্প্রসারণ
** ড্রাগনের শহরে
** চুজুম নদীর স্রোতে
** সুখের শহরে যাত্রা
** হিমালয় রাজ্যের সকাল
** ওয়েলকাম টু ভুটান
** মেঘে ভাসা কালিম্পং হয়ে গোরবাথানাত
** মায়াবতী সিকিমের উপত্যকা জীবন
** বাই বাই সিকিম....
** শুধু র‌্যালি নয়, বন্ধুত্বের বিনিময়
** আর যদি কখনো যাও আমার কালিম্পং...
** রাইডারস আর ওয়ে টু গ্যাংটক
** দীর্ঘতম পথ পাড়ি দিয়ে শিলিগুড়িতে রাইডাররা
** হাওটায় সূর্যস্নান
** নেতা হতে আসতে হবে গান্ধী ময়দান
** ছট পূজার মধ্যে গঙ্গা পেরোলো র‌্যালি
** র‌্যালি পৌঁছালো পাটনা
** বিহারের পথে ধাবায় চা
** দ্রৌপদী মুরমু’র অাশীর্বাদ নিয়ে রাঁচি ছাড়লো র‌্যালি
** ওড়িষ্যা-ঝাড়খণ্ডের ঐতিহ্যবাহী ৫ নাচ (ভিডিও)
** ৫৩৪ কিমি পাড়ি দিয়ে র‌্যালি এখন রাঁচিতে
** মহারাজার পথে পথে সংবর্ধনা
** তাদের জন্য যত ভক্তি
** ভুবনেশ্বর থেকে রাঁচির পথে মোটর র‌্যালি
** মন্দিরের শহরে...
** ওড়িশায় বিবিআইএন র‌্যালির উদ্বোধন
** পুরির বাতাসে....
** ১৯ দিনে ৩ দেশে ৪২২৩ কিলোমিটার মোটর র‌্যালি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।