ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

উড়ালসেতু ভেঙে বিপর্যস্ত কলকাতার রেলওয়ে পরিষেবা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
উড়ালসেতু ভেঙে বিপর্যস্ত কলকাতার রেলওয়ে পরিষেবা

কলকাতা: কলকাতায় নবনির্মিত পরমা উড়ালসেতুর একটি অংশ ভেঙে পড়েছে। এতে কেউ হতাহত না হলেও বিপর্যস্ত হয়ে পড়েছে কলকাতা ও এর আশপাশের এলাকার বড় অংশের রেলওয়ে পরিষেবা।

 

শুক্রবার (২৭ নভেম্বর) কলকাতার পার্ক সার্কাসের কাছে নির্মাণাধীন এ সেতুর কিছু অংশ ভেঙে নিচে থাকা রেললাইনের ওপর পড়ে। এতে রেললাইনের ওভার হেডে তার ছিঁড়ে পড়লে থেমে যায় ওই রুটে চলাচলকারী ট্রেনগুলো। এসময় সামান্যের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পায় দু’টি ট্রেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, পরমা উড়ালসেতুর যে অংশে কাজ হচ্ছে সেই অংশে এ ঘটনা ঘটে। এসময় লোহা ও কংক্রিটের একটি অংশ ভেঙে পড়ে রেলওয়ের ওভার হেডের তার ছিঁড়ে যায়। সঙ্গে সঙ্গে থেমে যায় দু’টি ট্রেন।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এদিকে রেললাইন বন্ধ থাকায় ব্যাপক সমস্যায় পড়েছেন ওই রুটে চলাচলকারী যাত্রীরা। রেলওয়ে সূত্রে জানা যায়, দুপুরের আগে ওই রুটে ট্রেন চলাচাল স্বাভাবিক হবে না।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, নভেম্বর ২৭ , ২০১৫
ভিএস/আরএইচএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।