ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আগরতলার দৈনিক গণদূত’র সম্পাদক বেকসুর খালাস

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
আগরতলার দৈনিক গণদূত’র সম্পাদক বেকসুর খালাস ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: নিজ প্রতিষ্ঠানের কর্মীকে খুনের দায়ে অভিযুক্ত আগরতলার ‘দৈনিক গণদূত’ পত্রিকার সম্পাদক সুশীল চৌধুরীকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) ত্রিপুরা হাই কোর্টের প্রধান বিচারপতি দীপক গুপ্তা ও বিচারপতি সুভাশিষ তলাপাত্রের ডিভিশন বেঞ্চ এই রায় দেন।

রায়ে সুশীল চৌধুরীকে বেকসুর খালাস বলে ঘোষণা করা হয়।

২০১৩ সালের ১৯ মে ওই পত্রিকা অফিসে তিন কর্মী খুন হন। এ ঘটনার তদন্তে নেমে পুলিশ পরবর্তী বছরের ১ জুন সম্পাদক সুশীলকে গ্রেফতার করে। পরে একই বছরের ১৪ জুলাই নিম্ন আদালত তাকে দোষী সাব্যস্ত করেন এবং ১৭ জুলাই তাকে আমৃত্যু কারাবাসের নির্দেশ দেন। সেই সঙ্গে ৭০ হাজার ভারতীয় রুপি জরিমানাও করা হয়।

নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুশীল চৌধুরী ত্রিপুরা হাই কোর্টে আবেদন করেন। তার এই আবেদনের প্রেক্ষিতে ডিভিশন বেঞ্চ এই রায় দেন।

এদিকে, সুশীল চৌধুরীর আইনজীবী পিযুস বিশ্বাস জানান, তারা ঘোষিত রায়ে খুশি।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
আরএইচএস/আইএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।