আগরতলা: প্রতিবছরের মতো আবারো আগরতলায় বসছে ওএনজিসি লাকি শ্রীবাস্তব আমন্ত্রণমূলক ফুটবলের আসর। এতে প্রথমবারের মতো আমন্ত্রণ পাচ্ছে বাংলাদেশ।
এ লক্ষ্যে আয়োজকদের পক্ষ থেকে প্রাথমিক কাজ অনেকটাই এগিয়ে নেওয়া হয়েছে বলে জানা যায়।
প্রাথমিকভাবে আসরের দিন ধার্য করা হয়েছে ১০ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি ২০১৬ পর্যন্ত।
এবার প্রথমবারের মতো বাংলাদেশ দলকেও আমন্ত্রণ জানানো হবে বলে বাংলানিউজকে জানান ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি পুরি প্রাসাদ দেববর্মা।
বাংলাদেশ দলকে আনার দায়িত্ব দেওয়া হয়েছে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়শনের সভাপতিকে।
প্রাথমিকভাবে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ অথবা আবাহনী ক্রীড়া চক্রের মধ্যে যে কোনো একটি দলকে আমন্ত্রণ জানানো হতে পারে বলে জানা যায়।
প্রতি বছরের মতো আগামী বছরের আসরেও ত্রিপুরা, উত্তরপূর্বের রাজ্যসহ কলকাতা থেকে একাধিক ফুটবল দল অংশ নেবে।
ফুটবল দলগুলির এন্ট্রির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামী ২৫ ডিসেম্বর বৈঠকে বসছে আয়োজক কমিটি।
বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
এএ