আগরতলা: ত্রিপুরার আগরতলায় সংবাদমাধ্যমের কর্মীদের নিয়ে পালস পোলিও টিকা প্রদান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ জানুয়ারি) আগরতলা প্রেসক্লাবে ‘মিডিয়া ওয়ার্কশপ অন ইনটেনসিফাইড পালস পোলিও ইম্যুনাইজেশন প্রোগ্রাম’ শীর্ষক এ দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের পরিচালক ডা. জে কে দেববর্মা, ভারত সরকারের জাতীয় স্বাস্থ্য মিশনের মেম্বার সেক্রেটারি ডা. এস কে চাকমা, পালস পোলিও দায়িত্বপ্রাপ্ত মেডিকেল অফিসার ডা. জীতু দাস প্রমুখ।
ডা. জে কে দেববর্মা জানান, ভারতে ১৯৭৮ সালে পোলিও রোগ প্রতিরোধে কার্যক্রম শুরু হয়। ১৯৯৭ সালে ত্রিপুরার পশ্চিম জেলার মোহনপুর এলাকায় শেষ পোলিও রোগী পাওয়া যায়। ২০১১ সালের ১৩ জানুয়ারি ভারতে সর্বশেষ পোলিও রোগী পাওয়া যায়। এরই প্রেক্ষিতে ২০১৪ সালের ২৭ মার্চ ভারতকে পোলিওমুক্ত ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)।
বক্তারা জানান, সারাবিশ্বকে পোলিওমুক্ত না করা গেলে এই রোগ আবারও শেকড় ছড়াতে পারে।
কর্মশালায় উপস্থিত বিশেষজ্ঞরা পোলিও রোগের সমস্যা ও এর টিকা প্রদানের প্রয়োজনীয়তা বিষয়ে আলোচনা করেন। পাশাপাশি তারা পোলিও টিকা প্রদানের বিষয়ে জনমত গঠন করার জন্য সংবাদমাধ্যমের প্রতি আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
এইচএ/