কলকাতা: ২৩ জানুয়ারি (শনিবার) নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২০তম জন্মজয়ন্তীতে তার সম্পর্কে ভারত সরকারের সিন্দুকে রাখা ১০০টি গোপন ফাইল প্রকাশ করতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সরকারিভাবে শনিবার এই কথা ভারত সরকারের তরফে ঘোষণা করা হয়েছে।
গত ১৪ নভেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে নেতাজী সুভাষ চন্দ্র বসুর পরিবারের আলোচনায় ফাইলগুলো প্রকাশ্যে আনার ব্যাপারে আলোচনা হয়েছিল।
গত বছরে ৩৩টি এই ধরনের গোপন ফাইল প্রকাশ্যে এনেছিল ভারত সরকার। নতুন এই ১০০টি ফাইল প্রকাশ্যে আসলে নেতাজীর অন্তর্ধান সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।
এর আগে পশ্চিমবঙ্গ সরকার তাদের কাছে থাকা এই ধরনের গোপন কিছু ফাইল প্রকাশ্যে এনেছিলেন।
উন্মুক্ত করার পর ভারতের জাতীয় আর্কাইভে এই ফাইলগুলি রাখা থাকবে, যেখানে সাধারণ মানুষ ডিজিটালভাবে এই তথ্যগুলি পড়তে পারবেন।
বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা,২৩ জানুয়ারি,২০১৬
ভি.এস/আরআই