ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় তীব্র শীত, তাপমাত্রা নেমেছে ৬.৯ ডিগ্রি

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৭ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
ত্রিপুরায় তীব্র শীত, তাপমাত্রা নেমেছে ৬.৯ ডিগ্রি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ত্রিপুরা রাজ্যজুড়ে এখন চলছে তীব্র শীতের দাপট।

মঙ্গলবার সন্ধ্যায় (২৬ জানুয়ারি) আগরতলা বিমানবন্দরের দেওয়া তথ্য অনুযায়ী, দিনের সর্বনিম্ন তাপমাত্রার পারদ নেমেছে ৬.৯ ডিগ্রি সেলসিয়াসে।

যা এ বছরের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এর আগে, তাপমাত্রার পারদ নেমেছিলো ৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।

তাপমাত্রা এক লাফে এতো নেমে যাওয়ায় সাধারণ মানুষ শীতে কাবু। সেই সঙ্গে তীব্র বেগে বইছে উত্তুরে হাওয়া। রয়েছে কুয়াশার ঘনঘটাও। সকালে দীর্ঘক্ষণ সূর্য ছিলো চাদরের আড়ালে। আবার বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার আগেই কুয়াশার চাদরে ঢেকে যায় মাঠ-ঘাট-শহর।
 
সন্ধ্যা নামতেই হাট-বাজার, রাস্তা-ঘাট ফাঁকা হয়ে যাচ্ছে। আবার কেউ শীতের তীব্রতা থেকে বাঁচতে আগুন জ্বালিয়ে একটু উত্তাপ নিচ্ছেন।

সহসাই শীতের দাপট কমছে না, হাড় কাঁপানো শীত আরও কয়েকটা দিন মানুষকে জবুথবু করে তবেই তার দাপট কমাবে, এমনটিই আবহাওয়া অফিসের পূর্বাভাস।

বাংলাদেশ সময়: ০২৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।