আগরতলা: ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলায় অভিযান চালিয়ে দুইশ’ বোতল বিভিন্ন ব্র্যান্ডের মদ জব্দ করেছে মহকুমা প্রশাসন। শনিবার (৩০ জানুয়ারি) স্থানীয় প্রশাসন সূত্রে এ তথ্য জানা যায়।
শুক্রবার (২৯ জানুয়ারি) রাতে সীমান্তবর্তী খোয়াই জেলার চেবরী বাজারের একটি বন্ধ দোকান ঘর থেকে এসব মদের বোতল জব্দ করা হয়। এর বাজার মূল্য প্রায় ৪০ হাজার রুপি।
ওই অভিযানে নেতৃত্ব দেন খোয়াই জেলার উপ-কমিশনার (ডিসি) এম অভিজিৎ বিশ্বাস। এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
টিআই