আগরতলা: স্বামী হত্যার দায়ে ত্রিপুরায় এক মহিলাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিল আদালত।
শনিবার (৩০শে জানুয়ারি) স্বামীকে হত্যার দায়ে নিলুমা বিবি নামে এক গৃহবধূকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার রুপির জরিমানার নির্দেশ দেন ত্রিপুরার সিপাহীজলা জেলার অন্তর্গত সোনামুড়া মহকুমার অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক শুভাশিস শর্মা রায়।
জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাবাসের নির্দেশ দেয়া হয় বলে সরকারপক্ষের আইনজীবী সঞ্জিৎ চক্রবর্তী সংবাদ মাধ্যমকে জানান।
সঞ্জিৎ চক্রবর্তী সংবাদ মাধ্যমকে আরও জানান ২০১১ সালের ১১ই জুলাই সিপাহীজলা জেলার লালছড়া এলাকার বাসিন্দা সাদেক মিঞা তার শিশুপুত্র ও স্ত্রী নিলুমা বিবিকে সঙ্গে নিয়ে নিজের ঘরে ঘুমিয়ে ছিলেন, কিন্তু সকালবেলা সাদেকের বাবা মমিন মিঞা দেখতে পান তার ছেলেকে কে বা কারা খুন করেছে। খুনের তদন্তে নেমে পুলিশ জানতে পারে যে মৃত সাদেকের স্ত্রী নিলুমা বিবি’র সঙ্গে প্রতিবেশী এক ব্যক্তির বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। এই অবৈধ সম্পর্কের জেরে নিলুমা তার স্বামীকে খুন করেছে।
বাংলাদেশ সময়: ০৫০৭ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
আরআই/