ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আগরতলায় প্রকাশ্যে চাঁদাবাজি করতে গিয়ে আটক ৩

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৬
আগরতলায় প্রকাশ্যে চাঁদাবাজি করতে গিয়ে আটক ৩ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: আগরতলায় ভরদুপুরে প্রকাশ্য চাঁদা আদায় করতে এসে পুলিশের জালে ধরা পড়লো তিন চাঁদাবাজ।

আটক তিন চাঁদাবাজের নাম মুরশেদ মিঞা (কালা) বিপ্লব দাস (নন্দু) ও মিলন মিঞা।



বুবধার (৩ ফেব্রুয়ারি) দুপুরে আগরতলার রামনগর এলাকার ই-কমার্স ডেলিভারি নামক কুরিয়ার সংস্থার অফিসে হানা দেয় একদল চাঁদাবাজ। তারা অফিসের ম্যানেজার গৌতম চক্রবর্তীর কাছে দেড় ল‍াখ রুপি দাবি করে।

এসময় গৌতম চক্রবর্তী পশ্চিম আগরতলা থানার ওসি মিলন দত্তকে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিন চাঁদাবাজকে আটক করে।

ওসি মিলন দত্ত বাংলানিউজকে বলেন, এসব চাঁদাবাজ গৌতম চক্রবর্তীর কাছে আগে থেকে চাঁদা দাবি করে আসছিল। পরে বিষয়টি জানিয়ে অভিযোগ দিলে গৌতমকে আমার ফোন নম্বর দেই। এ সূত্রেই চাঁদাবাজদের আটক করা সম্ভব হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৬
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।