ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কৃমিনাশক দিবস উপলক্ষে আগরতলায় মিডিয়া কর্মশালা

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৬
কৃমিনাশক দিবস উপলক্ষে আগরতলায় মিডিয়া কর্মশালা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: জাতীয় কৃমিনাশক দিবস আগামী ১০ ফেব্রুয়ারি। এ দিবস উপলক্ষে আগরতলায় মিডিয়া কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।



সোমবার (৮ই ফেব্রুয়ারি) আগরতলা প্রেসক্লাবে এক মিডিয়া কর্মশালা অনুষ্ঠিত হয়।

মিডিয়া কর্মশালায় উপস্থিত ছিলেন- কৃমিনাশক কর্মসূচির ত্রিপুরা রাজ্যের নোডাল ডা. দেবাশিষ সাহা, ত্রিপুরা সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের জয়েন্ট ডিরেক্টর ডা. প্রণব চট্টোপাধ্যায়, ত্রিপুরা সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফদরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ডা. সঞ্জীব দেব প্রমুখ।

কর্মশালায় জানানো হয়, ১০ই ফেব্রুয়ারি ১ থেকে ১৯ বছর বয়সী ছেলে-মেয়েদেরকে কৃমিনাশক ‍ওষুধ খাওয়ানো হবে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ অন্য জায়গায় গিয়েও খাওয়ানো হবে।

কর্মশালা ভারত সরকারের জাতীয় স্বাস্থ্য মিশন এবং ত্রিপুরা সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৬
বিএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।