ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

তৃণমূলের সঙ্গে জোট, শিলিগুড়ি পৌরসভা বোর্ড ভাঙ্গল কংগ্রেস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, জুন ২৭, ২০১১

কলকাতা: অবশেষ তৃণমূলের শর্ত মেনেই বামফ্রন্টের সমর্থনে চলা শিলিগুড়ির পৌরসভা ভেঙে দিলো কংগ্রেস।

সোমবার শিলিগুড়ি মেয়র পদ থেকে কংগ্রেস নেত্রী গঙ্গোত্রী দত্ত পদত্যাগ করেন।

পাশাপাশি মেয়র পারিষদের সদস্যরাও পদত্যাগ করেন।

তবে শিলিগুড়ির পৌরসভা ভেঙে দিলেও নবগঠিত কংগ্রেস-তৃনমূল জোটের পৌরসভায়ে ময়র, চেয়ারম্যান ও ৩টি মেয়র পারিষদ কংগ্রেসের হাতেই থাকবে বলে জানিয়েছে কংগ্রেস সূত্র।

অন্যদিকে, তৃণমূলের হাতে থাকতে পারে ডেপুটি মেয়র ও ৪টি মেয়র পারিষদ পদ। তবে কে কোন বিভাগের দায়িত্ব পাবে তা এখনও ঠিক হয়নি।

উল্লেখ্য, ২০০৯ সালে ৪৭টি ওয়ার্ড বিশিষ্ট শিলিগুড়ি পৌরসভার ভোটে কংগ্রেস-তৃণমূল জোট বেধে ভোটে লড়ে। কংগ্রেস ১৫টি ও তৃণমূল ১৪টি আসনে জয়লাভ করে। ঠিক হয়, জোট করে বোর্ড গড়বে দু’দল।

কিন্তু মেয়র পদ নিয়ে উভয় দলের বিরোধীতা চরমে উঠে। পরে সিপিএম বাইরে থেকে সমর্থন দিলে বোর্ড গঠন করে কংগ্রেস।

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, জুন ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।