ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় কাউন্সিল নির্বাচন ঘিরে সাইকেল শোভাযাত্রা।

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
ত্রিপুরায় কাউন্সিল নির্বাচন ঘিরে সাইকেল শোভাযাত্রা। ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ত্রিপুরার এডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে এখন রাজ্যের পাহাড়ি এলাকায় চলছে ব্যাপক প্রচার। সব বিরোধী দলকে পেছনে ফেলে প্রচারে এগিয়ে রয়েছে শাসক দল সিপিআই (এম)।



সিপিআই (এম) দলের প্রার্থীদেরকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানিয়ে কর্মী-সমর্থকরা এখন প্রতিদিন বিভিন্ন এলাকায় প্রচার চালাচ্ছেন। এরই প্রেক্ষিতে বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে খোয়াই জেলার সিপিআই (এম) দলের ঘিলাতলী অঞ্চল কমিটির কর্মী-সমর্থকরা এক সাইকেল শোভাযাত্রা করেন।

শোভাযাত্রাটি অধুনিয়া এলাকা থেকে শুরু হয়ে উত্তর ঘিলাতলি, পূর্বঘিলাতলি, দক্ষিণ ঘিলাতলি, বিদ্যামোহন পাড়াসহ আশেপাশের এলাকার প্রায় ২০ কিমি রাস্তা প্রদক্ষিণ করে।

পরে স্থানীয় বাজারে পথসভার আয়োজন করা হয়। বক্তারা দলের প্রার্থীদেরকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।