ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় সবজি ফেলে সড়ক অবরোধ চাষিদের

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
ত্রিপুরায় সবজি ফেলে সড়ক অবরোধ চাষিদের ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

আগরতলা: পুলিশি হয়রানির অভিযোগে নিজেদের উৎপাদিত সবজি ফেলে সড়ক অবরোধ করেছেন ত্রিপুরার খোয়াই জেলার অন্তর্গত কল্যাণপুর এলাকার চাষিরা।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) কল্যাণপুর বাজারে এ ঘটনা ঘটে।



স্থানীয়রা জানান, রোব ও বৃহস্পতিবার কল্যাণপুর বাজারে সবজির পাইকারি হাট বসে। অন্যান্য দিনের মতো বৃহস্পতিবারও স্থানীয় চাষিরা তাদের উৎপাদিত সবজি নিয়ে হাটে আসেন। কিন্তু পাইকারি ক্রেতারা তাদের কোনো সবজি না কিনলে এর কারণ জানতে চান তারা। এ সময় পাইকারি ক্রেতারা জানান, পুলিশ অধিক মাল পরিবহনের অভিযোগ তুলে অহেতুক সবজি বহনকারী গাড়ি আটকে হয়রানি করে থাকে। যার ফলে গাড়ির চালকরা সবজি পরিবহন থেকে বিরত থাকছেন।

এ ঘটনা শোনার পর উপস্থিত চাষিরা ক্ষুব্ধ হয়ে রাস্তায় সবজি ফেলে সড়ক অবরোধ করেন। অবরোধে তেলিয়ামুড়া-খোয়াই রাস্তার দু’দিকে দীর্ঘ যানজট দেখা দেয়।

সড়ক অবরোধের খবর পেয়ে কল্যাণপুর ব্লকের বিডিওসহ পুলিশ ঘটনাস্থলে গিয়ে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলে চাষিরা অবরোধ তুলে নেন।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।